English

22 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
- Advertisement -

শিবগঞ্জে উপজেলা প্রশাসনকে নিসচা শাখার স্মারকলিপি প্রদান

- Advertisements -

রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ নিরাপদ সড়ক চাই শাখার পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে ৯টি দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮মে) বিকাল ৪টার দিকে জাতিসংঘ ঘোষিত সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন উপলক্ষে এ স্মারকলিপি প্রদান করা হয়।

উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা উক্ত স্মারকলিপি গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, কার্যনির্বাহী সদস্য আসাদুল্লাহ, মিজানুর রহমান, মুনছুর রহমান আকাশ, গোলাম মোস্তফা প্রমূখ।

স্মারকলিপিতে উল্লেখিত দাবী সমূহ হলো- নিরাপদ সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিধিমালা বাস্তবায়ন,
জাতিসংঘ ঘোষিত সড়ক দুর্ঘটনার অন্যতম ৫টি স্তম্ভকে আইনে পরিণত করা (গতি, হেলমেট, সিটবেল্ট, ড্রিং ড্রাইভিং ও শিশু আসন), শিবগঞ্জ উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান হাইওয়ে ও আঞ্চলিক হাইওয়ে সড়কের পাশে অবস্থানের কারণে শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং নির্মাণ, বগুড়া রংপুর মহাসড়কের মোকমতলা নামক স্থানে শিক্ষার্থী ও জনগণের রাস্তা পারাপার নিরাপদ করতে ওভারব্রিজ/আন্ডারপাস নির্মাণ, ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন সিএনজি অটো রিক্সা থ্রি-হুইলার চলাচল বন্ধ করা, রাস্তা পারাপারে সচেতনতা সৃষ্টির জন্য শিবগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ স্থান সমূহে সচেতনতামূলক সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চালকদের নিয়ে জনসচেতনতামূলক কর্মশালা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা ও রাস্তায় অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা করা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন