“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আগামী ২২শে অক্টোবর সারাদেশে পালিত হবে জাতীয় নিরাপদ সড়ক দিবস। জাতীয় এ দিবসকে কেন্দ্র করে নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে আজকে ১৩ অক্টোবর রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকা কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন এর উসমান আলী দাখিল মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও সড়কে চলাচলের নিময় কানুন ও আইন বিষয়ে আলোচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার পৃষ্ঠপোষকতা উক্ত মাদ্রাসা সভাপতি এ কে আব্দুস সালাম, গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন নিসচা শুভাকাঙখী সার্জেন্ট (অব) মো: মুজিবুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মোঃ আব্দুস সালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উসমান আলী দাখিল মাদাসা সুপার আহমদ আলী সহ শিক্ষক বৃন্দ ও নিসচা শাখার অন্যান্য প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন নিসচা সদস্য সাহিদ আলী, হাফিজ তাওহীদ সড়কের নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন।