ছাত্র ছাত্রীদের মাঝে সড়কের নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং সড়কের আইন ও নিয়ম কানুন নিয়ে ধারাবাহিক প্রশিক্ষণ কর্মশালার অংশ হিসেবে নিরাপদ সড়ক চাই, সাভার থানা শাখানিরাপদ সড়ক চাই, সাভার থানা শাখার সড়কযোদ্ধারা আজ ১৬ই অক্টোবর রবিবার সাভারের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষকের সাথে স্বাক্ষাত ও মতবিনিময় করেন।
এ সময় অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব, রতন পিটার গমেজ সড়ক নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে নিসচা প্রতিনিধিদের পরামর্শ দেন।
আজ অত্র বিদ্যালয়ে পরীক্ষা চলমান থাকায় প্রধান শিক্ষকের নিকট সচেতনতামূলক লিফলেট প্রদান করা হয়। এবং পরীক্ষা শেষে সকল শিক্ষার্থীদের মাঝে প্রধান শিক্ষক নিজে দায়ীত্ব নিয়ে বিলি করে দিবেন এবং সড়ক নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন বলে আশ্বস্ত করেন।