জনপ্রিয় চিত্রনায়ক সমাজ সেবায় একুশে পদকপ্রাপ্ত ইলিয়াস কাঞ্চনকে উদ্দেশ্য করে শাহজাহান খানের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) নান্দাইল উপজেলা শাখা।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৪ ঘটিকার সময় নান্দাইল চৌরাস্তা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়।
উল্লেখ্য বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাংসদ শাহজাহান খান, নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে অবাঞ্ছিত ঘোষণা করার হুমকি ও তাঁর বিরুদ্ধে মিথ্যাচার, অশালীন বক্তব্যের প্রতিবাদে নিরাপদ সড়ক চাই (নিসচা) নান্দাইল উপজেলা শাখা মানববন্ধন ও কঠোর নিন্দা জ্ঞাপন করেছেন।
মানববন্ধনে নিরাপদ সড়ক চাই (নিসচা) নান্দাইল উপজেলা শাখার আহ্বায়ক মোঃ আসাদুজ্জামান খান শিবলুর সভাপতিত্বে ও মজিবুর রহমান ফয়সালের সঞ্চালনায় বক্তব্য রাখেন নিসচা নান্দাইল উপজেলার উপদেষ্টা এনামুল হক বাবুল কার্যকরী কমিটির সদস্য মিজানুর রহমান খান সাগর ,সদস্য ডাঃফকর উদ্দিন, মোঃমোশাররফ হোসেন,সাংবাদিক মোঃসাজাহান ফকির,মোঃ রফিকুল ইসলাম
বিবৃতিতে তাঁরা বলেন, এধরনের বক্তব্য প্রদান করলে এর বিরুদ্ধে দেশব্যাপী বুদ্ধিজীবি, অভিভাবক সমাজ, সুশীল সমাজ, সমাজ চিন্তাবিদ, ছাত্রজনতা, সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের মানুষকে নিয়ে অতীতের মত তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। তারা বলেন, নিসচার চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্যক্তিস্বার্থে কোনকিছু করেন নাই।
নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সম্পর্কে যে বিরূপ মন্তব্য করা হয়েছে তা কখনোও গ্রহণ করা যায় না। আমরা মানববন্ধনে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পরে বিভিন্ন পরিবহনের চালক যাত্রী ও জনসাধারণ মদ্ধে লিফলেট বিতরন করা হয়।