“ছাত্র-জনতার অঙ্গিকার, নিরাপদ সড়ক হোক সবার” প্রতিপাদ্যে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে র্যালী,আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়। নিসচা উপজেলা শাখার সভাপতি ও মাঝিড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম।
নিসচা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনছার আলী সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম,শেরপুর হাইওয়ে ক্যাম্পের অফিসার ইনচার্জ আজিজুল হক,উপজেলা শিক্ষা অফিসার আশরাফ আলম,নিসচা সিনিয়র সহ-সভাপতি ও শাজাহানপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি জিয়াউর রহমান,সাধারণ সম্পাদক সজিবুল আলম সজিব,সাবেক সভাপতি ও নিসাচ উপদেষ্টা সাজেদুর রহমান সবুজ,সাইদুজ্জামান তারা, হাইওয়ে ক্যাম্পের এস আই নুর আলম, সাইফুল ইসলাম,সমর চন্দ্র,সহ সভাপতি রুহুল আমীন,সহ সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছেদ রঞ্জু,প্রচার সম্পাদক বাবলু মন্ডল, কার্যকারী সদস্য আজিজুল, পলাশ,মিন্টু,আনোয়ার আইরিন প্রমুখ।