English

34 C
Dhaka
সোমবার, মার্চ ৩১, ২০২৫
- Advertisement -

রূপগঞ্জে নিসচা’র উদ্যোগে দুস্থ ও অসহায় চালকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

- Advertisements -

ছাত্রজনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হউক সবার এই স্লোগানে

নিরাপদ সড়ক চাই (নিসচা) নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে দুস্থ ও অসহায় চালকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা কমিটির উপদেষ্টা লায়ন মোজাম্মেল হক ভূঁইয়ার অনুপ্রেরণায় শুক্রবার সকালে রূপগঞ্জের গোলাকান্দাইল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে জেলা কমিটির সহ-সভাপতি মোমেন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজ সেবক মিলন মিয়া, নিসচা’র জেলা কমিটির যুগ্ম সম্পাদক ও সাংবাদিক সোহেল কিরণ। এসময় আরও উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য ওসমান গনি, রমজান মৃধা, শাহজালাল, হারুন অর-রশীদ, নাজমুল হক রনি, রিফাত প্রমুখ। উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলাওর চাল, ডাল, তেল, সেমাই, আলু, পেঁয়াজ, দুধ সহ অন্যান্য খাদ্য সামগ্রী।

এসময় বক্তারা বলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) জনস্বার্থে একটি জাতীয় সংগঠন। এ সংগঠনের পক্ষ থেকে সারাবছরই সড়ক নিরাপদ রাখতে চালক-যাত্রী ও পথচারীদের গণসচেতনতা বাড়াতে লিফট বিতরণ, সভা-সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। তারই অংশ হিসেবে এবারের ঈদকে ঘিরে নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে দুস্থ ও অসহায় চালকদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। যেহেতু এটা সামাজিক ও অলাভজনক সংগঠন তাই নিজেদের অর্থায়নে এসব কর্মকান্ড পরিচালিত হয়। সবার সহযোগিতায় আগামীতে আরও বৃহৎ পরিসরে এসব কর্মকান্ড পরিচালিত করার আশা প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন