০১ ডিসেম্বর নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই (নিসচা) সাফল্য ও গৌরবের ২৮ বছরে পদার্পণ। ১৯৯৩ সালের ২২ অক্টোবর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রিয়তমা স্ত্রী জাহানারা কাঞ্চন চট্টগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হবার পর ঐ বছরেই ১লা ডিসেম্বর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রতিষ্ঠা করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) নামে এই সামাজিক সংগঠন। যার ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ।
নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের সংগ্রাম, সাফল্য ও গৌরবের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশ ব্যাপি ১৩০টি শাখাসহ বিদেশের শাখা সংগঠন এক যোগে নানা কর্মসূচি হাতে নিয়েছে।
তারই ধারাবাহিকতায় নিরাপদ সড়ক চাই, রামগতি উপজেলার আয়োজনে আজ মঙ্লবার নিরাপদ সড়ক চাই এর রামগতি উপজেলা শাখার অফিস কক্ষে নিসচা’র ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। নিরাপদ সড়ক চাই রামগতি উপজেলা শাখার সভাপতি মো.মোমিন উল্যাহ এর সভাপতিত্বে নিসচা’র ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সড়কে নিরাপত্তা বিষয়ক বক্তব্য রাখেন প্রধান অতিথি রামগতি উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সোহেল সামাদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবু সায়েদ, প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ।বক্তব্য রাখেন নিসচার সদস্যসচিব মোঃ সেলিম হাওলাদার, সহ সভাপতি মোঃ আবুল বাসার সুমন।এ সময় সংগঠনের সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন।বক্তারা সড়ক নিরাপত্তা আইন ২০১৮ পূর্ন বাস্তবায়নের দাবি জানান।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন