ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নিরাপদ সড়ক চাই (নিসচা)র মাস ব্যাপী কর্মসূচি সোমবার (৩১ অক্টোবর) নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়। “আইন মেনে সড়কে চলি নিরাপদে ঘরে ফিরি” শ্লোগানকে সামনে রেখে নান্দাইলে নিরাপদ সড়ক চাই দিবস উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান সহ নান্দাইল চৌরাস্তায় অটো, টেম্পু শ্রমিকদের সড়ক আইন নিয়ে অবহিত করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই নান্দাইল উপজেলা শাখার উপদেষ্ঠা এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ। এসময় নিরাপদ সড়ক চাই নান্দাইল উপজেলা শাখার নেতৃবৃন্দ যথাক্রমে মুজাহিদুল ইসলাম, তাইফুর রহমান তাপশ, মাসুদ, মোয়াজ্জেম হোসেন সহ সাংবাদি ফরিদ মিয়া, মানিক প্রমুখ।
এসময় নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, সাংবাদিক জসিম উদ্দিন শাহ, মুশুলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান মিয়া, সহ প্রধান শিক্ষক লেহাজ উদ্দিন ও নিভিয়াঘাটা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ইসলাম উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।