মুন্সিগঞ্জ প্রতিনিধি: ” ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক ” সবার এই প্রতিপাদ্যে মুন্সিগঞ্জে নিরাপদ সড়ক চাই ( নিসচা) সংগঠনের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। নিরাপদ সড়ক চাই মুন্সিগঞ্জ জেলা শাখার আয়োজনে পহেলা ডিসেম্বর শহরের মাঠপাড়া অধীনস্থ জেলা প্রেসক্লাবে দিনটি উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এর আগে বিকেল ৪ টায় জেলা আইনজীবী সমিতি চত্তর থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করে সংগঠন টি। নিরাপদ সড়ক চাই সংগঠনের জেলা আহবায়ক এম জামাল হোসেন মন্ডলের সভাপতিত্বে সদস্য সচিব মো. সাইফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ট্রাফিক ইন্সপেক্টর ( শহর ও যানবাহন) সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নিসচা কার্যকরী পরিষদ সদস্য আতিকুর রহমান, রাজ মল্লিক, জসিম মোল্লা,মোঃ লিটন শেখ সাইফুল ইসলাম কামাল, এস এম মাসুদ রানা, দেলোয়ার হোসেন শাহজাহান প্রমূখ।
উল্লেখ্য, ১৯৯৩ সালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর সহধর্মিণী জাহানারা কাঞ্চন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন। সেই থেকে নিরাপদ সড়ক চাই আন্দোলনের এই সূচনা হয়।