মুজিব শতবর্ষ উপলক্ষে নিরাপদ সড়ক চাই ( নিসচা) খানজাহান আলী থানা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান রবিবার সন্ধায় শিরোমনিস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা খানজাহান আলী থানা শাখার সভাপতি শেখ আব্দুস সালাম। প্রধান অতিথি ছিলেন নিসচার কেন্দিয় সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে এস এম আজাদ হোসেন বলেন, নিরাপদ সড়ক চাই সড়ক নিরাপদ আন্দোলনের পাশাপাশি অন্যান্য সামাজিক কাজও করে। যেমন, বন্যার্তদের পাশে, রোহিঙ্গাদের পাশে, কর্মহীন চালকদের পাশে খাদ্য সহায়তা প্রদান, বৃক্ষরোপন এবং শীতার্তদের মাঝে শীতের কম্বল/চাদর বিতরণ করে থাকে। এরই ধারাবাহিকতায় আজ খুলনার খানজাহান আলী শাখার কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হচ্ছে। তিনি বলেন, ব্যক্তি সচেতনতাই পারে সড়কে দুর্ঘটনা কমাতে।
নিসচার থানা কমিটির সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান লিটনের পরিচালনায় বক্তৃতা করেন আশরাফুজ্জামান , খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দিন, মোড়ল মুজিবর রহমান, শেখ আসলাম হোসেন, শেখ ইউসুফ আলী, বাচ্চু শেখ, মন্জু শেখ , শেখ রেজাউল ইসলাম, কাজী মোতাহার, লিটন শেখ, শেখ মহিবুল্লাহ , শেখ সাহেব আলী, হাফেজ মোঃ ইব্রাহীম, ইমদাদ হোসেন প্রমুখ ।