নিরাপদ সড়ক দিবস-২০২২ পালন উপলক্ষে কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী একযোগে প্রধানমন্ত্রী বরাবর নিরাপদ সড়ক চাই’র স্মারকলিপি প্রদান কর্মসূচির অংশ হিসেবে পাবনায় প্রদান করা হয়েছে স্মারকলিপি।
সোমবার(১০অক্টোবর) সকাল ১১ টায় পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়।
নিরাপদ সড়ক চাই পাবনা জেলা শাখার সভাপতি খন্দকার গোলাম হাসনাইন(কোয়েল) এর নেতৃত্বে স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শাখার উপদেষ্টা এসএম মাহবুব-উল-আলম, সহ-সভাপতি মোকাব্বর হোসেন বিজু, মান্নান ভূঁইয়া, আসাদুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক কে এম মোখলেছুর রহমান রাসেল,দপ্তর সম্পাদক মিলন মাহমুব, ফজলুল হক পলাশ, শাহীন আহম্মেদ প্রমুখ।
জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচির অংশ হিসেবে একযোগে সারাদেশে কেন্দ্রীয় ও শাখা পর্যায়ে স্থানীয় প্রশাসনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইন-২০১৮ বিধিমালা চূড়ান্ত করা’র দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়।
বিভাগ পর্যায়ে বিভাগীয় কমিশনার, জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে এই স্মারকলিপি প্রদান করার নির্দেশনা প্রদান করে কেন্দ্রীয় কমিটি।