আজ ২৬শে মার্চ (শনিবার) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) সাভার থানা শাখা দিনব্যাপী কর্মসূচীর মধ্যদিয়ে পালন করেছে।
এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা যারা ছিনিয়ে এনেছিল জাতির সেই সূর্য সন্তানদের স্বরনে এবং শ্রদ্ধা জানাতে নিসচা সাভার থানা শাখার সড়কযোদ্ধারা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছে।
অতঃপর মহাসড়কের স্বাধীনতা ফেরাতে বদ্ধপরিকর নিসচা সাভার থানা শাখার গর্বিত সড়ক যোদ্ধারা মহাসড়কের চলমান যানজট, অনিয়ম, বিশৃঙ্খলা মুক্ত করতে ঝাঁপিয়ে পড়ে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন সাভারের বলিয়ারপুর বাস স্ট্যান্ডে। সেখানে উল্টাপথের যানবাহনের ড্রাইভারদের সাথে কাউন্সিলিং, অটো বা থ্রিহুইলার মহাসড়কে চলাচল রোধ এবং যত্রতত্র যেখানে সেখানে যাত্রী না নামিয়ে একটি নির্দিষ্ট স্থানে যাত্রী নামাতে এবং উঠাতে গণপরিবহনের চালক ও তার সহকারী (হেলপার) কে উৎসাহ প্রদান সহ নানা কার্যক্রম পালন করে।
নিসচার কার্যক্রমে সহযোগীতার জন্য নিরাপদ সড়ক চাই (নিসচা) সাভার থানা শাখার আহ্বায়ক ইসমাইল হোসেন সাভার হাইওয়ে পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।