মোঃ আলাল উদ্দিন। ভৈরব প্রতিনিধিঃ ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উদযাপন উপলক্ষে নিরাপদ সড়ক চাই ( নিসচা )ভৈরব শাখার মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আজ (৩০ অক্টোবর) রবিবার সকালে ভৈরব শহীদুল্লাহ কায়সার কলেজে সড়ক নিরাপত্তা বিষয়ক জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থী সমাবেশ সড়ক দুর্ঘটনার উপর নির্মিত প্রামান্য চিত্র প্রদর্শন,কুইজ প্রতিযোগিতা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই (নিসচা)ভৈরব শাখার সভাপতি এস.এম বাকী বিল্লাহর সভাপতিত্বে কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও নিরাপদ সড়ক চাই (নিসচা)ভৈরব শাখার সাধারণ সম্পাদক,মোঃ আলাল উদ্দিন এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা নিবাহী অফিসার ও উপজেলা সড়ক নিরাপত্তা বিষয়ক কমিটির সভাপতি মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, কিশোরগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য, জাকির হোসেন কাজল,পৌর আওয়ামী লীগের লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ,কিশোরগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত মহিলা সদস্য আসমা আহমেদ, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল সালাম শাহরিয়ার।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন,শহীদুল্লাহ কায়সার, কলেজের প্রতিষ্ঠাতা শহীদুল্লাহ কায়সার। শেষে প্রামাণ্য চিত্র প্রদর্শনের উপর কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে বই প্রদান করা হয়। অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই এর সড়ক যোদ্ধা সাংবাদিক, কলেজের অধ্যক্ষ,শিক্ষক মন্ডলী, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে কলেজের চারপাশে রঙ বেরঙের পতাকা ও ফুল দিয়ে সাজানো হয়।