মোঃ আলাল উদ্দিন: ” ছাত্র -জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার” এ স্লোগানকে সামনে রেখে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ভৈরবে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা’র উদ্যোগে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে সমাবেশ,লিফলেট বিতরণ, কুইজ প্রতিযোগিতা, তথ্যচিত্র প্রদর্শন, পুরস্কার বিতরণ, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় ইসলামপুর (কালিপুর)মহিউল ইসলাম ফাজিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিষ্ঠানের অধ্যক্ষ কে এম তাওহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব পৌরসভার সাবেক মেয়র, পৌর বিএনপির সভাপতি ও নিসচার উপদেষ্টা হাজী মোঃ শাহীন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও ভৈরব শাখা’র সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিনের সার্বিক পরিচালনায়
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই ভৈরব শাখা’র সহ-সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সুজন, কার্যকরী সদস্য কাজী মোঃ উসমান গনি, ও মোঃ জাকির হোসেন বিএসসি, মাদ্রাসার সহকারী অধ্যাপক মৌলানা হাবিবুর রহমান, রাস্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজনীন হক, ইংরেজি বিষয়ের প্রভাষক মোমেন খান, শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফাজিল ১মবর্ষের শিক্ষার্থী মাহমুদা শারমিন ও আলী আহসান মোঃ মোজাহিদ প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন নিসচা পরিবারের সদস্যবৃন্দ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। বক্তরা নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার নানাবিধ সচেতনতামূলক প্রোগ্রামের মাধ্যমে সকল শ্রেণি পেশার মানুষ কে যেভাবে সচেতন করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়।
শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পূরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৮ম শ্রেণির শিক্ষার্থী হাফেজ মোঃ মনির হোসেন। উল্লেখ্য যে, নিরাপদ সড়ক চাই নিসচা ভৈরব শাখা মাসব্যাপী কর্মসূচির মধ্যে যানজট নিরসন ও সড়কের শৃংখলা ফেরার লক্ষ্যে ট্রাফিক ক্যাম্পেইন, সড়কে যানবাহন চলাচলের জন্য করণীয় শীর্ষক লিফলেট বিতরণ, ভবিষ্যৎ প্রজন্ম কে সড়ক ব্যবহারে সচেতন করতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সমাবেশ, সড়ক নিরাপত্তা সংক্রান্ত শিক্ষার্থী প্রশিক্ষণ কর্মশালা, স্থানীয় প্রশাসন, হাইওয়ে পুলিশের সাথে মতবিনিময়, সড়ক সচেতনতামূলক আলোকচিত্র প্রদর্শনী, পরিবহন মালিক -শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও স্কুল -কলেজ -মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে বয়স ভিত্তিক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।