English

22 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
- Advertisement -

ভৈরবে নিসচার আয়োজনে শিক্ষার্থী প্রশিক্ষণ কর্মশালা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

- Advertisements -

মোঃ আলাল উদ্দিন: “ছাত্র -জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার” এ স্লোগানকে সামনে রেখে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির আজ সমাপনী দিনে ভৈরবে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা’র উদ্যোগে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ কর্মশালা, সমাবেশ, লিফলেট বিতরণ, কুইজ প্রতিযোগিতা, তথ্যচিত্র প্রদর্শন,পুরস্কার বিতরণ,ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২৯ অক্টোবর মঙ্গলবার বিকেল ৩টায় রফিকুল ইসলাম মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত নিরাপদ সড়ক চাই( নিসচা) ভৈরব শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার (ভাঃ)রিদওয়ান আহমেদ রাফি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ মোঃ শহীদুল্লাহ, ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সাজু মিয়া. রফিকুল ইসলাম মহিলা কলেজের পদার্থ বিদ‍্যা বিষয়ের বিভাগীয় প্রধান সত‍্যজিৎ দাস ধ্রুব।

নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও ভৈরব শাখা’র সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিনের সার্বিক পরিচালনায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই (নিসচা)ভৈরব শাখা’র সহ-সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সুজন, প্রভাষক ইমরান হোসাইন, কার্যকরী সদস‍্য কাজী মোঃ উসমান গনি, কলেজ শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কলেজের একাদশ শ্রেণির ব‍্যবসায় শাখার শিক্ষার্থী আফরিন সুলতানা।

অন‍্যান‍্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সড়কযোদ্ধা সাংগঠনিক সম্পাদক শাহ আলম জনি, দপ্তর সম্পাদক রাকিব হোসাইন,মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াছমিন, কার্যকরী সদস‍্য, মোঃ জাকির হোসেন,মোঃ নজরুল ইসলাম,লতিফা হেলেন মুক্তা,ফাতেমা বেগম দীপালী, প্রমুখ। অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন নিসচা পরিবারের সদস‍্যবৃন্দ রফিকুল ইসলাম মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থী । অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার মাসব‍্যাপী কর্মসূচির পালন করছে আজ তার সমাপনী।

নিসচা ভৈরব শাখা নানাবিধ সচেতনতামূলক প্রোগ্রামের মাধ‍্যমে সকল শ্রেণি পেশার মানুষ কে যেভাবে সচেতন করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। তিনি শিক্ষার্থীদের সড়কে চলাচলের সময় নিয়ম শৃংখলা মেনে সড়কে চলাচলের আহবান জানান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পূরস্কার বিতরন করা হয়। উল্লেখ্য যে, নিরাপদ সড়ক চাই নিসচা ভৈরব শাখা মাসব‍্যাপী কর্মসূচির মধ‍্যে যানজট নিরসন ও সড়কের শৃংখলা ফেরার লক্ষ্যে ট্রাফিক ক‍্যাম্পেইন,সড়কে যানবাহন চলাচলের জন‍্য করণীয় শীর্ষক লিফলেট বিতরণ, ভবিষ্যৎ প্রজন্ম কে সড়ক ব‍্যবহারে সচেতন করতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সমাবেশ, সড়ক নিরাপত্তা সংক্রান্ত শিক্ষার্থী প্রশিক্ষণ কর্মশালা, স্থানীয় প্রশাসন, হাইওয়ে পুলিশের সাথে মতবিনিময়, সড়ক সচেতনতামূলক আলোকচিত্র প্রদর্শনী, পরিবহন মালিক -শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও স্কুল -কলেজ -মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ‍্যে সড়ক নিরাপত্তা বিষয়ে বয়স ভিত্তিক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন