মোঃ আলাল উদ্দিন। ভৈরব প্রতিনিধি: ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থপ্রদান ও শীতবস্ত্র বিতরণ সহ আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ভৈরব উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরবের কৃতি সন্তান ঢাকা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন।
নিসচা’র কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও নিসচার উপদেষ্টা শবনম শারমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের ভৈরব সার্কেল অফিসার সিনিয়র এ এসপি মোঃ নাজমুস সাকিব, ভৈরব থানার আফিসার ইনচার্জ মোঃ শাহিন মিয়া, পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র হাজী মোঃ শাহীন। অন্যান্য দের মাঝে বক্তব্য রাখেন ভৈরব প্রেস ক্লাবের আহ্বায়ক মোস্তফিজ আমিন, নিসচার সহ-সাধারণ সম্পাদক, উদযাপন কমিটির আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন সুজন, সহ -সাধারণ সম্পাদক ও ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আলহাজ্ব জাহিদুল হক জাবেদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুস সালাম, ভৈরব উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আরিফ মোহাম্মদ ফরহাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য শরীফুল হক জয়, শিহাবুদ্দিন তুহিন, মুজাক্কির সাব্বির, প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই শোক প্রস্তাব উপস্থাপন করেন নিসচার সহ-সাধারণ সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন। শোক প্রস্তাবে জুলাই- আগষ্ট ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত শহীদ ও সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্নার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ও আহতদের পরিবার ও সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও শীতবস্ত্র বিতরন করা হয়। নিসচার সকল কার্যক্রমের সচিত্র প্রতিবেদন গুরুত্বসহকারে দীর্ঘদিন যাবৎ মিডিয়া কভারেজ করায় এতদঞ্চলের শীর্ষ আঞ্চলিক দৈনিক পত্রিকা দৈনিক পুর্বকন্ঠ পরিবারকে সম্মাননা স্মারক প্রদান করেন নিসচা ভৈরব শাখার নেতৃবৃন্দ।এছাড়াও নিসচার দুজন সহযোদ্ধা জয়িতা পদকে ভূষিত হওয়াই নিসচা সদস্য আফসানা নাজনীন প্রিয়া ও ছাবেরা খানম সুবর্নাকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। পরে জাতীয় ও ভৈরবের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই নিসচা ভৈরব শাখার মহিলা বিষয়ক সম্পাদক ও উদযাপন কমিটির সদস্য সচিব সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে নিরাপদ সড়ক চাই এর থিম সং পরিবেশন করেন নিসচার সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী ফারহানা বেগম লিপি, নিসচার সদস্য,তাসলিমা খাতুন লিসা, সংগীত পরিবেশন করেন বিটিভির ফোক গানের কন্ঠশিল্পী নিগার সুলতানা, ওস্তাদ শারফিন আলম, আব্দুস সালাম, নিসচা সদস্য, মুন্নি সাহা সাহা, শিফা ইস্তেগার জিনিয়া। নৃত্য পরিবেশন করেন উম্মে হানি ও শিশু শিল্পী আনজুমান্দ তারাননুম পুস্পিতা। অনুষ্ঠানে নিসচার বেশ কিছু নবাগত সাধারণ সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করেন সম্মানিত অতিথি নিসচার সভাপতি মোঃ আরিফুল ইসলামের সহধর্মিনী মিসেস লায়লা ইসলাম । উক্ত আনন্দঘন অনুষ্ঠানে নিসচার ভৈরব শাখার সদস্যবৃন্দ, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে বক্তারা বলেন এদেশের জননন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নিরাপদ সড়ক চাই নিসচা নামের এ সংগঠন টি দীর্ঘ ৩১ বছর যাবৎ সড়ককে নিরাপদ করা, সড়কের শৃংখলা ফেরানো, চালক প্রশিক্ষণ, সহ নানামুখী সচেতনতামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তা আজ ১৮ কোটি মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়ে সকলের হৃদয়ে স্পন্দন হিসেবে জায়গা করে নিয়েছে ভৈরবে এ সংগঠনটি নানাবিধ কার্যক্রমের মাধ্যমে জাতীয় পর্যায়ে সম্মাননা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে প্রশংসিত হয়েছে। বক্তরা ভৈরব বাসস্ট্যান্ডের দীর্ঘদিনের জনগণের ভোগান্তি লাগবে যানজট নিরসনে খুব দ্রুত সময়ের মধ্যেই তা নিরসনের উদ্যোগ নেয়া হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়।
এছাড়াও ভৈরবের আইনশৃঙ্খলার অবনতি ছিনতাই মাদকে ভৈরবের বিভিন্ন এলাকা সয়লাব হওয়াই বক্তরা হতাশা ব্যাক্তকরেন সভায়। এ বিষয়ে প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন পুলিশ প্রশাসন,অনুষ্ঠান শেষে প্রয়াত জাহানারা কাঞ্চন সহ সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।