২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার উদ্যোগে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
শুক্রবার সকাল ০৯.০১ মিনিটে রাজশাহী কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর ভাষা শহীদদের প্রতি এই শ্রদ্ধা জানান নিসচার নেতৃবৃৃন্দ।
নিসচা রাজশাহী জেলা শাখার সহ-সাধারন সম্পাদক প্রকৌ. আরিফুল ইসলাম আরিফ-এর নেতৃত্বে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মহসীন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত চিকিৎসক ডা. মনিরুল হক ও রাজশাহী লায়নস ক্লাবের সাবেক ট্রেজারার লায়ন আবরার হোসেন তুহিন।
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ডাঃ আমানুল্লাহ বিন আখতার আবিদ এর সার্বিক সহযোগীতায় আরো উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য সবুজ আলী, আসমানী খাতুন আখি, আজমিরা আক্তার। এছাড়াও সাধারন সদস্য আফ্রিদি, শিমলা, মাশরাফি, শাহরিয়ার ইশতি, আখি প্রমুখ উপস্থিত ছিলেন।