English

22 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র অর্থায়নে নিসচা শাখার ব্যবস্থাপনায় ঈদ সামগ্রী বিতরণ

- Advertisements -

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার যুক্তরাজ্যে বসবাসরত কয়েকজন উদ্যমী যুবকদের সমন্বয়ে গঠিত বড়লেখা ফাউন্ডেশন ইউকে চ্যারিটি নং (১১৯১৫৯৩) এর অর্থায়নে ও জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার ব্যবস্থাপনায় অর্ধশত সুবিধাবঞ্চিত পরিবারে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ মে) দুপুর ২ ঘটিকায় বড়লেখা পৌর শহরের ষাটমা মডেল সরকারি প্রথমিক বিদ্যালয়ের হলরুমে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আমান হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র প্রতিষ্ঠাতা সদস্য, এটিএন বাংলা ইউকে প্রতিনিধি সাংবাদিক কায়ছারুল ইসলাম সুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য মুমিনুর রহমান, সাংবাদিক মইনুল ইসলাম, টিম ফর কোভিড-১৯ এর সদস্য সোহেল আহমদ।

এছাড়া আরোও উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার প্রচার সম্পাদক নূরে আলম মোহন, দপ্তর সম্পাদক রাসেল আহমদ, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, সাংস্কৃতিক সম্পাদক অপুজিত দাস, কার্যকরী সদস্য হাফিজুর রহমান জিল্লুর, এনাম উদ্দিন প্রমূখ।

প্রসঙ্গত, বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে উপজেলায় সপ্তাহব্যাপী ঈদ উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ নিসচা বড়লেখা উপজেলা শাখার মাধ্যমে অর্ধশত সুবিধাবঞ্চিত পরিবারে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন