জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ও বড়লেখা ফাউন্ডেশন ইউকে (চ্যারিটি নং- ১১৯১৫৯৩) এর অর্থায়নে সড়ক দুর্ঘটনায় নিহত স্বল্প আয়ের কয়েকটি পরিবারের মাঝে বাসা-বাড়িতে গিয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
মৌলভীবাজারের বড়লেখায় সোমবার (২ মে) রাত ৮ ঘটিকায় নিসচা’র কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের তত্বাবধানে এবং সাধারণ সম্পাদক আইনুল ইসলামের পরিচালনায়
সড়ক দুর্ঘটনায় নিহত স্বল্প আয়ের কয়েকটি পরিবারের মাঝে তাদের বাসা-বাড়িতে গিয়ে ঈদ উপহার সামগ্রী পৌছে দেয় নিসচা বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আব্দুল হাফিজ ললন, ইসলামি ব্যাংকের কর্মকর্তা আব্দুর রউফ, নিসচা’র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, আব্দুল আজিজ, প্রকাশনা বিষয়ক সম্পাদক মারুফ হোসাইন সুমন, সাংস্কৃতিক সম্পাদক অপুজিত দাস ও মানবসেবা সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শুভ প্রমুখ।