তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি অংশ হিসেবে ও সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে ধারাবাহিক কর্মসূচী নিয়ে আজ ৩০তম দিনে সড়ক দুর্ঘটনারোধে শিক্ষার্থীদের নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে শিক্ষক ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বড়লেখা পৌর শহরের ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক-শিক্ষিকাসহ শতাধিক ছাত্র-ছাত্রীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সড়ক দুর্ঘটনারোধে শিক্ষার্থীদের নিরাপত্তায় সচতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থী সমাবেশে নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন।
প্রধান অতিথির বক্তব্য দেন ইন্টারন্যাশনাল স্কুল বড়লেখা’র পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. আব্দুল হক।
বিশেষ অতিথির বক্তব্য দেন ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক ময়নুল ইসলাম।
শিক্ষার্থী সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও নিসচার পৃষ্টপোষক তপন চৌধুরী বলেন, সচেতনতা ও সতর্কতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা মোকাবিলা করা সম্ভব। এতে আমরা নিজেরা যেমন সড়কে নিরাপদ থাকবো তেমনি শিক্ষার্থী ও অন্যান্য প্রিয় মুখ সবাই নিরাপদ থাকবে আর আমাদের দেখতে হবে না রাস্তায় স্বজন হারানোর আহাজারি। তাই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, পথচারী ও যাত্রীদের মধ্যে বেশি সচেতনতা ও সতর্কতা অবলম্বন করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা এবং আইন-কানুন মেনে চলার সংস্কৃতি তৈরি করতে হবে। এসময় তিনি সচেতনতা বৃদ্ধিতে বোর্ডে চিত্রাঙ্কন করে শিক্ষার্থীদেরকে ট্রাফিক সাইন সম্পর্কে অভিহিত করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইন্টারন্যাশনাল স্কুল বড়লেখা’র সহকারী শিক্ষক সৈয়দা নওশিন আঞ্জুম, সুলতানা বেগম, অনিমা রানী দে, শাহনাজ আনজিম, লুকনাত পাল, সনজিত শর্মা, নাজমুন নাহার, পপি পাল ও অবিভাবক ছয়ফুল ইসলাম প্রমুখ।
এসময় নিসচা নেতৃবৃন্দরা যুব সমাজের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা মোটরসাইকেল চালান অবশ্যই সতর্কতার সাথে চালাবেন। এবং বাইক চালানোর সময় শুধু যেনতেন মানের হেলমেট নয় স্মার্ট হেলমেট ব্যবহার করার অনুরোধ জানান এবং গাড়ির সীটবেল্ট ব্যাবহারের ওপরও গুরুত্বআরোপ করে বলেন, একটি সীট বেল্ট হয়তো দুর্ঘটনারোধ করতে পারবেনা। কিন্তু দুর্ঘটনার সময় এই সীট বেল্টটি আপনাকে বড় ধরনের আঘাত থেকে সুরক্ষা দেবে। তাঁরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি অনুরোধ করে বলেন, পাঠদানের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনার মাধ্যেমে যেন পাঠদান করা হয়। প্রয়োজনে এ বিষয়ে নিসচার কর্মীরা সার্বিকভাবে সহযোগিতা করবে।
এছাড়াও নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি ও সমাবেশের সভাপতি আব্দুল আজিজ এবং সাধারণ সম্পাদক আইনুল ইসলাম বলেন, আমরা ইতিমধ্যে শিক্ষক সমাবেশ, উলামা সমাবেশ ও শিক্ষার্থী সমাবেশ সমাপ্ত করেছি এবং আমাদের এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলমান থাকবে এবং তারা নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দাবীর প্রতি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আকুল আবেন করে বলেন, নিরাপদ সড়ক বাস্তবায়নে সচেতনতা তৈরির অংশ হিসেবে সড়ক নিরাপত্তার বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হোক। তাছাড়া তাঁরা ইন্টারন্যাশনাল স্কুল বড়লেখা’র শিক্ষক ও শিক্ষার্থী সমাবেশ সফল করায় নিসচা বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সড়ক দুর্ঘটনারোধে সচেতনতা বৃদ্ধিতে নিসচার আয়োজনে উপজেলার গুরুত্বপূর্ণ স্কুল-মাদ্রাসা গুলোতে শিক্ষক-শিক্ষার্থী সমাবেশ চলমান থাকবে।