English

20 C
Dhaka
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

বড়লেখায় সড়ক দুর্ঘটনারোধে নিসচার জনসচেতনতা বিষয়ে মতবিনিময় সভা

- Advertisements -

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৭ ঘটিকায় পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পুলিশিং সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, ট্রাফিক সহকারী সার্জন বিপ্লব দাস, নিসচার উপদেষ্টা সাংবাদিক সুলতান আহমদ খলিল, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্র, পৃষ্টপোষক মোঃ কবির হোসেন, মোহাম্মদ হানিফ পারভেজ, শরফ উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন নিসচার সহ-সভাপতি মার্জানুল ইসলাম, আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, আমান হাসান, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, অর্থ সম্পাদক মাওলানা মাসুম আহমেদ, প্রকাশনা সম্পাদক মারুফ হোসাইন সুমন, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, দপ্তর সম্পাদক রাসেল আহমদ, কার্যনির্বাহী সদস্য হাফিজুর রহমান জিল্লুর, আসাদ উদ্দিন, এনাম উদ্দিন, তারুণ্য নাট্যগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক অসীম কর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যকরী সদস্য সাইদুল ইসলামসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় অতিথিবৃন্দরা সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী, পরিবহন শ্রমিক, জনপ্রতিনিধি, জনসাধারণসহ বিভিন্ন পেশাজীবিদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচির, পরিবহন শ্রমিকদের নিয়ে দিনব্যাপী কর্মশালার উদ্যোগ গ্রহণ এবং সড়ক পরিবহন আইন ২০১৮ যথাযথ বাস্তবায়নে সরকারের প্রতি অনুরোধ জানানো হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন