তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ অতি বৃষ্টি ও ঝড়-তুফানের কারণে আজ সকাল ৯ ঘটিকায় বড়লেখা পৌর শহরের উত্তর বাজারস্থ প্রধান সড়কে ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে একটি পুরনো কদম গাছ পড়ে যানবাহন চলাচলসহ জনদুর্ভোগের সৃষ্টি হয়।
তাৎক্ষণিক খবর পেয়ে সকাল সাড়ে ৯টায় নিসচা বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা পৌর কাউন্সিলর জেহিন সিদ্দিকীর তত্বাবধানে ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয় প্রশাসন এবং নিসচা কর্মীদের সহযোগিতায় যানবাহন চলাচলের উপযোগী হয়ে ওঠে।
এসময় নিসচার প্রচার সম্পাদক নূরে আলম মোহন বলেন, প্রচন্ড ঝড় তুফানের কারণে সকাল প্রায় ৯ ঘটিকায় গাছটি সড়কের ওপর পড়ে যায়। আমি তাৎক্ষণিকভাবে নিসচা বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা পৌর কাউন্সিলর জেহিন সিদ্দিকীকে অবগত করি এবং তারই তত্বাবধানে ও ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন এবং নিসচার নেতৃবৃন্দের সহযোগিতা পড়ে যাওয়া এই বিশাল গাছটি সড়কের ওপর থেকে সড়িয়ে যানবাহন চলাচলের উপযোগী করা হয়।