তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উদযাপন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার ১৭ তম দিনে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে ভোট কেন্দ্রের সম্মূখে যানজট নিরসনে ও সড়ক দুর্ঘটনারোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে ট্রাফিক ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে।
জেলা পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্র নারী শিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের সম্মূখে বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কে যানজট নিরসনে দুই ঘন্টাব্যাপী ট্রাফিক পুলিশের সাথে নিসচা বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দরা ক্যাম্পেইন পরিচালনা করেন।
নিসচা বড়লেখা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিরুলের তত্বাবধানে ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন পৃষ্টপোষক মোহাম্মদ তারেক হাসনাত, নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা মাসুম আহমেদ, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, কার্যনির্বাহী সদস্য হাফিজুর রহমান জিল্লুর, এনাম উদ্দিনসহ প্রমূখ।