বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ ই ডিসেম্বর বেলা ১২ ঘটিকায় পৌর শহরে নিসচা বড়লেখা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপনে তত্বাবধানে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের পরিচালনায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে থেকে উত্তর চৌমুহনী পর্যন্ত র্যালিটি প্রদক্ষিণ করে স্থানীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি মার্জানুল ইসলাম, আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, প্রকাশনা সম্পাদক মারুফ হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক অপুজিত দাস, দপ্তর সম্পাদক রাসেল আহমদ, যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ বদরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য হাফিজুর রহমান জিল্লুর, হাজি জামাল উদ্দিন, আজাদ আহমদ, শাহ আলম,এনাম উদ্দিন, কেফায়েত উল্লাহ, রেদওয়ান রুম্মান, হাফিজুর রহমান জিল্লুর, আবু বক্কর প্রমুখ সহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পরিবহন চালক-শ্রমিকভাইদের সন্তানদের বিনাবেতনে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধেক বেতনে লেখাপড়ার সুযোগ দিতে আলোচনা সভায় দাবি জানানো হয়।