মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নজরুল একাডেমির আয়োজনে ৩ দিনব্যাপী বই মেলায় সমাপনী দিনে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা দর্শনার্থীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতামূলক প্রচারাভিযান ও লিফলেট বিতরণ করেছে।
শনিবার (২৭ মার্চ) বেলা ৩ ঘটিকার সময় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বই মেলায় সমাপনী দিনে নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধে দর্শনার্থীদের মাঝে জনসচেতনতামূলক প্রচারাভিযান ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার প্রকাশনা সম্পাদক মারুফ হোসাইনের পরিচালনায় জনসচেতনতামূলক প্রচারাভিযান ও লিফলেট বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন বড়লেখা সরকারি কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ উদ্দিন, জুড়ী টিএন খানম কলেজের সাবেক অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস, কবি সিরাজ উদ্দিন, সাংবাদিক লিটন শরিফ, নিসচা পৃষ্ঠপোষক নাজিম উদ্দিন (মাস্টার), উপদেষ্টা সাংবাদিক সুলতান আহমদ খলিল।
এসময় দর্শনার্থীদের মাঝে জনসচেতনতামূলক প্রচারাভিযান ও লিফলেট বিতরণ করেন নিসচা বড়লেখা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, প্রচার সম্পাদক নূরে আলম মোহন, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, সাংস্কৃতিক সম্পাদক অপুজিত দাস, কার্যকরী কমিটির সদস্য রেদওয়ান আহমদ রুম্মান, জিল্লুর রহমান, এনাম উদ্দিনসহ প্রমুখ।