তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উপলক্ষে সড়ক ব্যবহারে চালক, পথচারীসহ পরিবহণ সংশ্লিষ্টদের সচেতনতা বাড়াতে নানা কর্মসূচি নিয়ে ক্যাম্পেইনে নেমেছেন জাতীয় সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ১৪তম দিনে নিসচা বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দরা বড়লেখা পৌর শহরের মধ্যে বাজারে ক্যাম্পেইনে অংশ নেন। ক্যাম্পেইনটির সমন্বয় করেন নিসচার আইন বিষয়ক সম্পাদক ও উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া।
বিকেল ৪ টা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী সচেতনতামূলক কার্যক্রমে নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন পথচারীদের নিয়ম মেনে পথ চলতে আহ্বান জানান। যত্রতত্র রাস্তা পার হওয়াদের ডেকে এনে জেব্রা ক্রসিং ব্যবহারে উদ্বুদ্ধ করেন। হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান করতে অনুরোধ জানাম, এলোমেলো রাস্তা পারাপারে সড়ক দুর্ঘটনার ঝুঁকির বিষয়ে পথচারীদের সঙ্গে কথা বলেন।
নিসচার মাসব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণ করেন ইন্টারন্যাশনাল স্কুল বড়লেখা’র ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস শহীদ খান, নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্টপোষক কবির হোসেন, তপন চৌধুরী, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিরুল, কার্যনির্বাহী সদস্য হাফিজুর রহমান জিল্লুর, এনাম উদ্দিন ও সাধারণ সদস্য গণেশ কর প্রমুখ।
উল্লেখ্য, নিসচার পক্ষ থেকে জানানো হয়েছে ধারাবাহিকভাবে এই কর্মসুচি ১৮ অক্টোবর পর্যন্ত ট্রাফিক আইন মানতে জনসচেতনতা বৃদ্ধিতে বড়লেখা উপজেলার গুরুত্বপূর্ণ কিছু হাট-বাজারে ক্যাম্পেইন পরিচালিত হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা বিষয়ক সভা- সেমিনার, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক বিশেষ মতবিনিময়সহ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে নিসচা বড়লেখা উপজেলা শাখা।