“গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে পূজামণ্ডপে মাস্ক বিতরণ করা হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার (১৩ ও১৪ অক্টোবর ) রাত ৮ ঘটিকায় বড়লেখা পৌরসভা ও নিজবাহাদুরপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন নিজবাহাদুরপুর ইউনিয়নের ইউপি সদস্য ইমাম উদ্দিন হিফজুর, সাবেক পৌর কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান, নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ সভাপতি মার্জানুল ইসলাম,আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক আমান হাসান, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, প্রকাশনা সম্পাদক মারুফ হোসাইন সুমন, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস,সাংস্কৃতিক সম্পাদক অপুজিত দাস, কার্যনির্বাহী সদস্য এনাম উদ্দিন, শুভাকাঙ্ক্ষী সুপ্রিয় দাস সহ প্রমুখ।