তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ সফল করার লক্ষ্যে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দ মহোদয়ের সাথে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) বেলা ১২ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ মহোদয়ের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ।
এসময় ২২ শে অক্টোবর রোজ শনিবার জাতীয় নিরাপদ সড়ক দিবস সফল করার লক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশসহ আরোও বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করা হয়। এছাড়া ইউএনও মহোদয় নিসচার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সবধরনের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় পরবর্তী সময়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দ মহোদয়েকে নিসচার পক্ষ থেকে স্মারকগ্রন্থ প্রদানের মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়।