জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ বিয়ানীবাজারে নিসচার উদ্যোগে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ বিয়ানীবাজারে নিসচার উদ্যোগে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ বিয়ানীবাজারে নিরাপদ সড়ক চাই নিসচার উদ্যোগে শোভাযাত্রা ও সচেতনতামূলজ লিফলেট বিতরণ করা হয়েছে।
রোববার বিকালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনের অংশ হিসেবে এসব কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অংশ নেন নিসচা বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি কামরুল হাছান রাজু লোদী, সহ সভাপতি মাহবুবুর রহমান নাহিদ, আমিনুল হক দিলু, সাধারন সম্পাদক শফিউর রহমান, যুগ্ন সম্পাদক আবুল হাছান আল মামুন, প্রচার সম্পাদক রেদুয়ানুর আলম রাহাত, ক্রীড়া ও সাংস্কিৃতিক সম্পাদক মাসুদ আহমদ, কার্যনির্বাহী সদস্য রাসেল আহমদ, ফাহিম আহমদ ও মোহাম্মদ রাফি। নিরাপদ সড়ক চাই নিসচার উদ্যোগে এমন কার্যক্রম সবসময় চালিয়ে নেওয়া হবে বলে জানান দায়িত্বশীলরা।