মৌলভীবাজার জেলায় কমলগঞ্জ উপজেলা আদমপুর ইউনিয়নে (১৮ জানুয়ারী ) সকাল সাড়ে এগারোটায় বাংলাদেশ মনিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি)র আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিএমইটি বৃত্তি প্রদান করা হয়েছে।
উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি)র আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন কানাডা প্রবাসী বিশিষ্ট লেখক ও গবেষক মনিপুরি মিরর,মন্ট্রিয়ল এর ইডিটর ইন চীফ হামোম প্রমোদ। এডুকেশন ট্রাস্টের সভাপতি হাজী মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে ও শিক্ষক সাজ্জাদুল হক স্বপন ও সংগঠন এর সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সম্মানিত পৃষ্ঠা পোষক বিলকিস বেগম,বিএমইটির উপদেষ্টা ও সাবেক সভাপতি ডাঃ কায়ুম উদ্দিন ও ,বিএমইটির উপদেষ্টা ও সাবেক সভাপতি তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মতিন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত ও অতিথিদের উত্তরীয় ও ক্রেষ্ট প্রদান করা হয়। পরে প্রত্যয় নামে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
অনুষ্টানে ৫ম ও ১০ শ্রেনীর ১ম ২য় ৩য়,৪র্থ স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও বৃত্তিবাবদ নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও এডুকেশন ট্রাস্টের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএমইটির সাধারণ সম্পাদক শিক্ষক মোঃ কামাল উদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মনিপুরী মুসলিম সমাজকল্যাণ পরিষদের সভাপতি ভান্তারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খুরশেদ আলী, আলী আমজদ সরকারি উচ্চ বিদ্যালয়,মৌলভীবাজারের শিক্ষক শাহাব উদ্দীন, কমলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বাবু, বাংলাদেশ মনিপুরী মুসলিম টিচার্স ফোরামের সভাপতি সাহাজ উদ্দিন,সাংবাদিক নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার পৃষ্ঠা পোষক প্রণীত রঞ্জণ দেবনাথ, নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা সাংবাদিক শাব্বির এলাহি, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম সহ অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।