নিজস্ব প্রতিবেদক: সড়কে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ এলাকায় সেনাবাহিনী, র্যাব ও ট্রাফিক বিভাগের সাথে যৌথভাবে কাজ করেছে নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটির সদস্যরা।
আজ ৬ এপ্রিল পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি শেষে কর্মস্থলমুখী যাত্রীদের নিরাপত্তা ও ভোগান্তি মুক্ত যাত্রা নিশ্চত করতে বেলা ৩টা থেকে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাসটার্মিনাল এলাকায় সড়কের শৃঙ্খলা রক্ষায় দ্বায়িত্ব পালন করেন সভাপতি অধ্যাপক মো: রুহুল আমিন ও সাংগঠনিক সম্পাদক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী ও কার্যনির্বাহী সদস্য মো: ইমরান হাসান মাইনুল।
এছাড়াও বিগত দিনের ন্যায় দুর্ঘটনা প্রতিরোধে সংগঠনের পক্ষ থেকে মাইক বাজিয়ে চালক যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতামূলক প্রচার-প্রচারণা করা হয়। এদিকে নিসচার এমন মানবিক কাজের প্রশংসা করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
এ বিষয় জুবায়ের ইসলাম চৌধুরী বলেন, নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। এর আগে আমরা ঈদের আগে ৩ দিন ও ঈদের পরে ৩ দিনসহ মোট ৬ দিন ট্রাফিক পুলিশের সাথে সেচ্ছাসেবী হিসেবে কাজ করছি। কর্মস্থলগামী যাত্রীদের ভোগান্তি দূর করতে আমাদের এই কাজের ধরা আগামীতে দিনগুলোতেও অব্যাহত থাকবে।