English

22 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
- Advertisement -

বড়লেখা অফিসার ইনচার্জ বরাবরে জনস্বার্থে নিসচা’র স্মারকলিপি প্রদান

- Advertisements -

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে অফিসার ইনচার্জ (ওসি) বরাবরে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জনস্বার্থে সড়ক শৃঙ্খলা-যানজট নিরসনে ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

এ সংক্রান্ত একটি স্মারকলিপি শনিবার (৬ এপ্রিল) বেলা ৩ টায় বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী’র নিকট প্রদান করেছে নিসচা বড়লেখা উপজেলা শাখা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, ক্রীড়া সমাজকল্যাণ সম্পাদক নূরে আলম মোহন, কার্যনির্বাহী সদস্য ছাদিকুর রহমান ও জাকারিয়া আহমদ প্রমুখ।

নিসচা’র নেতৃবৃন্দরা বলেন, আমরা প্রায় ছয় বছর থেকে জনস্বার্থে বড়লেখা উপজেলায় সড়ক দূর্ঘটনারোধে জন-সচেতনতামূলক কর্মকান্ডসহ বিভিন্ন সামাজিক-মানবিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছি।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, আমরা জনদূর্ভোগের কথা চিন্তা করে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে রমজান মাসব্যাপী সড়কে সচেতনতামূলক কার্যক্রম ও সড়ক শৃঙ্খলার কাজে নিয়োজিত রয়েছি। আমরা গভীর উদ্ধেগের সাথে পরিলক্ষিত করছি যে, পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে মানুষের যাত্রা নিরাপদ নির্বিঘ্ন করা ও সড়কের শৃঙ্খলা রক্ষায় জনস্বার্থে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা অতীব জরুরী।
সড়ক দুর্ঘটনা রোধে জনস্বার্থে এতে বলা হয়, প্রত্যেক মোটরসাইকেল আরোহীকে হেলমেট পরিধান বাধ্যতামূলক করা। যানজট নিরসনে পৌর শহরের সড়কের দুপাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা ও যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি প্রয়োজনে কমিউনিটি পুলিশ নিয়োগ করা।

সর্বোতভাবে সড়কে অবৈধ পার্কিং বন্ধ করা ও নির্দিষ্ট পার্কিং এর ব্যবস্থা করা। সড়কের ঝুঁকিপূর্ণ স্থান সনাক্ত করে ট্রাফিক পুলিশ মোতায়েন করে নজরদারি বৃদ্ধি করা।

ফিটনেস বিহীন, রেজিষ্ট্রেশন বিহীন যানবাহন সড়কে চলাচল বন্ধ করা এবং রোড পারমিট বিহীন ট্রাক্টর দ্বারা মহাসড়কে মাটি নিয়ে চলাচল বন্ধ করা তাছাড়া একইসঙ্গে পরিবেশ দূষণমূক্ত রাখতে যানবাহনে অযথা হর্ন বাজানো ও উচ্চস্বরে গান-বাজনা বন্ধ করতে হবে তাছাড়া যাত্রী হয়রানি, ছিনতাই, ডাকাতি, অজ্ঞানপার্টি-মলমপার্টির কবল থেকে রক্ষার্থে গুরুত্বপূর্ণ স্থান/বাসট্যান্ড সমূহে জনসচেতনতার লক্ষ্যে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা নিশ্চিত করা এবং সড়ক পরিবহন আইন ও ট্রাফিক আইনের প্রতি যথাযথভাবে পদক্ষেপ গ্রহনসহ উক্ত প্রস্তাবনা সমূহের প্রতি প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে নিসচা বড়লেখা উপজেলা শাখা।

স্মারকলিপি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী। তিনি বলেন, মানুষের যাত্রা নিরাপদ নির্বিঘ্ন করতে সড়ক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট দপ্তর গুলোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যকরী ভূমিকা পালন করছে তাছাড়া আমরাও তৎপর রয়েছি। এসময় তিনি নিসচা’র বিভিন্ন জনহিতকর কার্যক্রমের প্রতি ভূয়সী প্রশংসা করেন এবং তার সহযোগিতা অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন