তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও টানা ৭দিনব্যাপী বিশেষ কর্মসূচির আলোকে রবিবার (১৬ জুন) দুপুরে বড়লেখা পৌর শহরে হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণার মধ্যে দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির সমাপ্তি হয়েছে।
এসময় হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের গতিসীমা মেনে ও ষ্ট্যাণ্ডার্ড হেলমেট পরিধান করতে তাদের মাঝে সচেতনতা সৃষ্টি করেন নিসচা নেতৃবৃন্দ। নিসচা বড়লেখা শাখার সপ্তাহব্যাপী বিশেষ কর্মসূচি সম্পর্কে উপজেলা প্রশাসন কর্মকর্তা বলেন, নিসচা জনস্বার্থে মানুষের কল্যাণে কাজ করে। প্রশাসনের পাশাপাশি সপ্তাহব্যাপী সচেতনতামূলক বিশেষ কর্মসূচি প্রশংসার দাবি রাখে। সড়কে সচেতনতা মূলক তাদের কার্যক্রমগুলো থেকে জনসাধারণ অনেক কিছু রপ্ত করে। উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।
ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ও সড়ক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, যানজট নিরসন শৃঙ্খলা কার্যক্রম, প্রচারাভিযান, লিফলেট বিতরণ, ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম, ফিটনেস বিহীন যানবাহনে যাত্রী হয়ে না উঠতে প্রচারণা, সড়কের পাশে পশুর হাট অপসারণ ও সরকারি বিভিন্ন দপ্তরে জনস্বার্থে স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন সচেতনতামূলক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
টানা ৭দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি মার্জানুল ইসলাম, আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আমান হাসান, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, প্রকাশনা সম্পাদক গণেশ কর, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য মো. জমির উদ্দিন, আব্দুল হামিদ, ছাদিকুর রহমান, শাহরিয়ার শাকিল, জাকারিয়া আহমদ, শাহাব উদ্দিন, সাব্বির আবির, নিরঞ্জন দেবনাথ নিলু, ছায়দুল আহমদ, আফজাল হোসেন রুমেল, এমরান আহমদ প্রমুখ।