তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে আজ ২০ তম কার্যদিবসে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ও নিরাপদ সড়ক বাস্তবায়নে উপজেলা ব্রাহ্মণ সংসদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
“ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হউক সবার” এ প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় অস্থায়ী কার্যালয়ে নিসচা বড়লেখা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক অপুজিত দাসের সঞ্চালনায় ব্রাহ্মণ সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের নিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে তাদের করনীয় সম্পর্কে মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা ব্রাহ্মণ সংসদের সিনিয়র সহ-সভাপতি মানিক লাল চক্রবর্তী, সাধারণ সম্পাদক তপন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক বিজিত চক্রবর্তী গোপাল, বিকাশ ভট্টাচার্য, সদস্য নয়ন চক্রবর্তী, সৈকত চক্রবর্তী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ-উল ইসলাম প্রিন্স, বাউল শিল্পী হাবিবুর রহমান বাদল, নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ.সভাপতি মার্জানুল ইসলাম
গোলাম কিবরিয়া, উদযাপন কমিটির সদস্য সচিব মো. জমির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত সভায় বিভিন্নজন বিভিন্ন মতামত প্রকাশ করে বলেন, সড়কে বেশ অনিয়ম রয়েছে তা দূর করতে আমাদের অনেক ভুমিকা আছে। বিভিন্ন ধর্মে এর বেশ আলোচনা রয়েছে। সুতরাং আমরা সড়ক দুর্ঘটনারোধে বিশেষ ভূমিকা রাখতে পারি। আমরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ও আমাদের ব্রাহ্মণ সংসদের কর্মীবৃন্দের উদ্দেশ্যে আলোচনা করতে পারি এতে অনেকাংশে সচেতনতা বৃদ্ধি পাবে।
এ বিষয়ে নিসচা নেতৃবৃন্দরা বড়লেখায় সড়ক দুর্ঘটনার কিছু চিত্র তুলে ধরেন পাশাপাশি দ্রুতগতির যানবাহন চালনা, যানবাহনে ওভারলোড যাত্রী বা পণ্য, হেলমেট বিহীন মোটরসাইকেল চালনা, প্রয়োজন ছাড়া হর্ন বাজানো, ইজিবাইকের দৌরাত্য, ফিটনেসবিহীন বাস-ট্রাক ও সিনএনজি দ্রুতগতিতে চালনা, কিছু তরুণ বয়েসের ছেলেরা প্রতিযোগিতা করে গাড়ি চালনা এবং ট্রাফিক আইন না মানাসহ বিভিন্ন কারণে সড়কের মড়কে ঝড়ে যাচ্ছে তাজা প্রান তাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় জনসচেতনতা বৃদ্ধিতে সচেতনতামূলক আলোচনা পেশ করার জন্য ব্রাহ্মণ সংসদের প্রতি তারা অনুরোধ জানান।
মতবিনিময় সভায় ব্রাহ্মণগণ নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা শাখার কার্যক্রমের প্রতি সাধুবাদ জানিয়ে মহৎ উদ্দেশ্যর পাশে থেকে একাত্বতা পোষন করে সড়ক দুর্ঘটনারোধে আন্তরিকভাবে ব্যাপক ভুমিকা রাখবেন বলে আশ্বাস দেন।