তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ ”ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হউক সবার”এই পতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আজ ১৬ তম কার্যদিবসে সড়ক নিরাপত্তায় শিক্ষার্থীদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় পৌর শহরের এইমার্স আইএলটিএস কোচিং সেন্টারে নিসচা বড়লেখা শাখার সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদের সঞ্চালনায় শিক্ষার্থীদের মাঝে বক্তব্য দেন এইমার্সের পরিচালক মো. ইসলাম উদ্দিন, নিসচা বড়লেখা শাখার সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, উদযাপন কমিটির সদস্য সচিব মো. জমির উদ্দিন, সিনিয়র যুগ্ন সদস্য সচিব এনাম উদ্দিন প্রমুখ।
এসময় ট্রাফিক আইন ও সড়ক দুর্ঘটনারোধে সচেতনতামূলক বিভিন্ন বক্তব্যে নিসচা নেতৃবৃন্দরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জন নয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা থাকতে হবে দেশের প্রচলিত আইন সম্পর্কে জ্ঞান থাকতে হবে সভ্য হতে হবে। দেশে সড়ক দুর্ঘটনায় প্রায় ১৬ শতাংশ মৃত্যুর তালিকায় শিক্ষার্থী রয়েছে। তাই শিক্ষার পাশাপাশি আমাদের মধ্যে সচেতনতার বিষয়টির সম্পর্কে শিক্ষা আহরণ করতে হবে। আমরা যারা সড়কে চলাচল করি অথবা তোমরা যারা ছাত্র-ছাত্রী রয়েছো প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব রয়েছে এগুলা যদি আমরা প্রতিনিয়ত সড়কে মেনে চলি তাহলে অধিকাংশ সড়ক দুর্ঘটনারোধ করা সম্ভব।
সর্বপরি অনুষ্ঠানের সভাপতির বক্তব্য এইমার্সের পরিচালক মো. ইসলাম উদ্দিন বলেন, বহুদিন থেকেই নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা শাখার কর্মকাণ্ডগুলো দেখে যাচ্ছি খুবই অসাধারণ। তারা যেভাবে মানুষকে সচেতন করতে সোচ্চার তা সত্যি প্রশংসার দাবিদার। আজ শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালায় আমরা অনেক কিছুই রপ্ত করতে পেরেছি সেজন্য এই সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।