English

26 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণকারী আবু হানিফের পাশে নিসচা নেতৃবৃন্দ

- Advertisements -

বড়লেখা প্রতিনিধিঃ বড়লেখা হাজিগঞ্জ বাজারের ব্যবসায়ী আবু হানিফ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন তাঁর সার্বিক খোঁজ-খবর নিতে পাশে দাড়িয়েছে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮ টায় তাকে দেখতে ও সার্বিক খোঁজ-খবর নিতে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য শাহরিয়ার শাকিল, সাদিকুর রহমান, জাকারিয়া আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রনেতা মাসুম আজির আহমদ।

এসময় নিসচা নেতৃবৃন্দরা সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণকারী আবু হানিফের সাথে সার্বিক বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন।

উল্লেখ্য, প্রায় ৬ মাস পুর্বে সিএনজি যোগে বিয়ানীবাজার থেকে সিলেট যাওয়ার পথে আলমপুর এলাকায় ট্রাকের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলে আবু হানিফ গুরুতর আহত হন। সিলেট ও ঢাকায় দীর্ঘদিন চিকিৎসা শেষে তাকে চেন্নাই তামিলনাড়ুতে প্রেরন করা হয়। পায়ে গুরুতর জখম হয়ার কারণে এক পর্যায়ে চিকিৎসকের পরামর্শনুযায়ী তার এক পা কেটে ফেলা হয়।

মো. আবু হানিফের জন্য নিসচা নেতৃবৃন্দরা সকলের নিকট দোয়া কামনা করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

হাতের লেখা মানুষ চেনায়

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন