তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ বড়লেখা পৌর শহরের উত্তর চৌমুহনী জামে মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সংকটাপন্ন অবস্থায় আছেন তাঁর সার্বিক খোঁজ-খবর নিতে পাশে দাড়িয়েছে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ১৮তম কার্যদিবসে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
শুক্রবার (১৮ অক্টোবর) রাত ৯ টায় দক্ষিণভাগ আরেঙ্গাবাদের তার নিজ বাড়িতে তাকে দেখতে ও সার্বিক খোঁজ-খবর নিতে উপস্থিত ছিলেন মাসব্যাপী কর্মসূচির উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া, সদস্য সচিব মো. জমির উদ্দিন, নিসচা বড়লেখা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, কার্যকরী সদস্য মোহাম্মদ দেলোয়ার, আফজাল হোসেন রুমেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় নিসচা নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত ইমাম মাওলানা আব্দুল্লাহ আল মারুফের চিকিৎসার সার্বিক খোঁজ-খবরসহ সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭ টায় কর্মস্থল থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে পৌর শহরের দক্ষিণবাজার স্থানে সিএনজির সাথে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাকে কর্তব্য চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এমতাবস্থায় শরীরের বিভিন্ন স্থানসহ বুকের পাজরের কয়েকটি হাড় ভেঙ্গে যায়। সিলেট থেকে তাকে ঢাকা মেডিকেলে হস্তান্তর করা হয় এবং সেখানে তার অস্ত্রোপচার হয়। দীর্ঘ কয়েকদিন চিকিৎসা শেষে তিনি বর্তমানে নিজ বাড়িতে বিশ্রামে আছেন তবে এখনো তিনি পুরোপুরি আশংকামুক্ত নয়।