তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজানে জনসাধারণের দুর্ভাগের কথা চিন্তা করে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে জনস্বার্থে সড়ক শৃঙ্খলা কার্যক্রম অব্যাহত রয়েছে।
রোজা রেখেও শুক্রবার (১৫ মার্চ) বেলা ৩ টা থেকে ৫ টা পর্যন্ত নিসচা বড়লেখা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজের নেতৃত্বে পৌর শহরে সড়ক শৃঙ্খলা কার্যক্রমে অংশগ্রহণ করেন নিসচা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য আব্দুল হামিদ, শাহরিয়ার শাকিল, জাকারিয়া আহমদ, সাদিকুর রহমান, সাহাব উদ্দিন, ছায়দুল আহমদ প্রমুখ।
এসময় নিসচা নেতৃবৃন্দরা বলেন, পবিত্র মাহে রমজানে জনদূর্ভোগের কথা চিন্তা করে আমরা রোজা রেখেও জনস্বার্থে সড়ক শৃঙ্খলা কাজে নিয়োজিত রয়েছি। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। সড়ক শৃঙ্খলা কার্যক্রমে তারা সকলের সহযোগিতা কামনা করেন। তাছাড়া সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত-নিহত পরিবাগুলোর সাথে সৌজন্য সাক্ষাতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যা ইতিমধ্যে শুরু হয়েছে।