তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নির্ধারিত “আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনারোধে বিভিন্ন বাস কাউন্টারে জনসচেতনতা মূলক স্টিকার লাগানো হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় পৌর শহরের বিভিন্ন বাস কাউন্টারের গুরুত্বপূর্ণ স্থানে জনস্বার্থে সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতা মূলক স্টিকার লাগানো হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি মার্জানুল ইসলাম, গোলাম কিবরিয়া, কার্যনির্বাহী সদস্য নিরঞ্জন দেব নাথ নিলু, আব্দুল হামিদ, শাহাব উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উপলক্ষে নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচীর আজ ২৪ তম দিনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পৌর শহরের বিভিন্ন বাস কাউন্টারে সড়ক দুর্ঘটনারোধে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।