তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বড়লেখায় পৌর শহরের সৌন্দর্য্য বৃদ্ধিতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।
শনিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় পৌর শহরের মধ্য বাজার থেকে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এসময় উত্তর চৌমুহনী থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত নিসচা বড়লেখা শাখার পাশাপাশি বিভিন্ন স্কাউট গ্রুপ, বিএনসিসি, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা সড়কের পাশে থাকা ও প্রতিষ্ঠানে সম্মূখে ময়ালা আবর্জনা পরিস্কার করেন। এতে সন্তোষ প্রকাশ করেছেন সরকারি কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজ, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণ।
পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে নিসচা’র পক্ষ থেকে অংশগ্রহণ করেন সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, মহিলা বিষয়ক সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি, সমাজকল্যাণ ক্রীড়া সম্পাদক নূরে আলম মোহন, কার্যনির্বাহী সদস্য জাকারিয়া আহমদ, সাহাব উদ্দিন, আব্দুল হামিদ, শাহরিয়ার শাকিল, নিরঞ্জন দেব নাথ, আফজাল হোসেন রুমেল, এমরান আহমদ, মিরাজুল ইসলাম, মজনুর রহমান প্রমুখ।
নিসচা নেতৃবৃন্দরা বলেন, এ দেশ আমাদের আর এ দেশ সৌন্দর্য্য বর্ধনের দায়িত্বও আমাদের। পৌর শহরের সরকারি-বেসরকারি অফিস, স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ময়লার স্তুপ দেখা যেতো। আমাদের সকলের অংশগ্রহণে সেগুলো পরিষ্কার করা হয়েছে। পাশাপাশি সবাইকে আবর্জনা ফেলার জন্য ঝুড়ি অথবা ডাস্টবিন ব্যবহার করার আহবান জানিয়েছি।