তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে উপজেলা ট্রাক-ট্যাংক লরী, কভার্ডভ্যান, পিকাআপ ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে জন-সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) রাত ৮ টায় উপজেলা ট্রাক-ট্যাংক লরী শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে নিসচা বড়লেখা উপজেলা শাখার মাসব্যাপী কর্মসূচীর উদযাপন কমিটির আহবায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন শ্রমিক ইউনিয়ন সভাপতি ছায়ফুর রহমান খলকু, সাধারণ সম্পাদক জাবের উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইউনুছ মিয়া, নিসচার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি মার্জানুল ইসলাম, গোলাম কিবরিয়া, উদযাপন কমিটির সদস্য সচিব জমির উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ, সদস্য ছাদিকুর রহমান, এহসান আহমদ, শাহাব উদ্দিনসহ পরিবহন চালকবৃন্দ।
শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দরা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার বিকল্প নেই। সড়কে চলাচলের সময় সবসময় মনোযোগ সহকারে চলাচল করতে হবে। দৈনিক নির্দিষ্ট সময় ব্যতিত অতিরিক্ত সময়ে ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ি চালানো যাবে না তাহলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। সড়ক দুর্ঘটনা রোধে নিসচার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে তারা বলেন, দীর্ঘদিন ধরে নিসচা সড়কে শৃঙ্খলা ফিরাতে যে কার্যক্রম পরিচালনা করছে তা সত্যিই প্রশংসনীয়।