তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দদের তাৎক্ষণিক সহযোগিতায় সড়ক দুর্ঘটনায় আহত যুবককে দ্রুত হাসপাতালে প্রেরণ করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১ টায় বড়লেখা-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের চান্দগ্রাম বন্ধন কমিনিউটি সেন্টারের সম্মূখে একটি দ্রুত গতির মোটরসাইকেল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সুমন দাস (১৭) নামের এক শ্রমিককে সরাসরি ধাক্কা দেয়।
এসময় নিসচা নেতৃবৃন্দরা সাজু নামের একজন ব্যবসায়ীর প্রতিষ্ঠানে জরুরি আলাপ করছিলেন তখন হঠাৎ এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। দুর্ঘটনার বিকট শব্দ শুনে তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, অর্থ সম্পাদক মারুফ হোসাইন সুমনসহ স্থানীয় জনসাধারণ।
সড়কে লুটিয়ে পড়া রক্তাক্ত সুমনকে অজ্ঞান অবস্থায় স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় দ্রুত বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান নিসচা নেতৃবৃন্দরা। সেখানে দীর্ঘ সময় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে পাঠানো হয়। পরে ঘটনাস্থল থেকে নিসচা নেতৃবৃন্দরা রাত ২ টায় তাদের গন্তব্যস্থলে রওনা হন।
নিসচা বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দের তাৎক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ মানবিক ভূমিকা রাখায় স্থানীয়রা তাদেরকে ভালোভাসায় শিক্ত করে নেন ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালক তিনি পেশায় একজন সিএনজি চালিত (অটোরিকশা) ড্রাইভার প্রায় সময় তিনি বেপরোয়াভাবে মোটরসাইকেল চালান তাছাড়া লক্ষ্য করা যায় ফিটনেসবিহীন তার মোটরসাইকেলের হেড লাইট, সিগন্যাল লাইট ও হেলমেটবিহীন অবস্থায় তিনি দ্রুত গতিতে সবসময় মোটরসাইকেল চালনা করেন৷ যা সড়ক পরিবহন আইন-২০১৮ এর নীতিমালানুযায়ী বিভিন্ন ধারায় কঠিন শাস্তি ভোগের বিধান রয়েছে।
ঐ সময় স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণ নিসচা বড়লেখা উপজেলা শাখার মাধ্যমে ফিটনেসবিহীন মোটরসাইকেল চালকদের হেলমেট ছাড়া বেপরোয়া গতিতে চালনো থেকে বিরত রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করেন এবং কার্যকরী পদক্ষেপ গ্রহন করে তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানান।