তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযানে দুইশতাধিক গাছের চারা উপহার দিয়ে সহযোগিতা করেছেন দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আজির উদ্দিন।
শুক্রবার বিকেল ৪ ঘটিকায় দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান আজির উদ্দিনের সাথে সাংগঠনিক বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ। এসময় ইউপি চেয়ারম্যান মো: আজির উদ্দিন নিসচা’র কার্যক্রমের প্রতি ভূয়সী প্রশংসা করেন এবং মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযানে তিনি সবুজ বাংলা নার্সারি (কলাজুড়া) থেকে দুই শতাধিক গাছের চারা নিসচা নেতৃবৃন্দের নিকট হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন সবুজ বাংলা নার্সারির সত্ত্বাধিকারী ও পাথারিয়া গাংকুল মনসুরিয়া সিনিয়র ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিংবডির সদস্য মাওলানা আক্তার হোসেন, নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিরুল, অর্থ সম্পাদক মারুফ হোসাইন, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক নূরে আলম মোহন, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যনির্বাহী সদস্য অজিত রবি দাস, আব্দুল হামিদ, আফজাল হোসেন রুমেল, মোহাম্মদ শাহাব উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, নিসচা বড়লেখা উপজেলা শাখা প্রতিবারের মতো এবারও উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির ও সড়কের ফাকা জায়গায় বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছের চারা রোপনের উদ্যোগ গ্রহণ করেছে। মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান শনিবার থেকে ধারাবাহিকভাবে রোপন করা হবে। মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযানে ২ শতাধিক গাছের চারা দিয়ে সহযোগিতা করায় দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজির উদ্দিন ও সবুজ বাংলা নার্সারির সত্ত্বাধিকারী মাওলানা আক্তার হোসেনকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ।