তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ প্রতিবারের মতো এবারও বড়লেখা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বী, দর্শনার্থীদের সাথে সচেতনতামূলক প্রচারাভিযান, মতবিনিময় এবং শুভেচ্ছা বিনিময় করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা। ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে আজ ১২ তম দিনে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়, সচেতনতা মূলক প্রচারাভিযান ও শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, মাসব্যাপী কর্মসূচীর উদযাপন কমিটির আহবায়ক আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া, সদস্য সচিব মো. জমির উদ্দিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব এনাম উদ্দিন, প্রকাশনা সম্পাদক গণেশ কর, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যকরী সদস্য এহসান আহমদ, আফজাল হোসেন রুমেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় হাটবন্দ পূজা উদযাপন পরিষদের সভাপতি শৈলেন দেবনাথ, পুরোহিত তপন চৌধুরী, সহ-সভাপতি অরুণ নাথ, সাধারণ সম্পাদক লিটন পাল, যুগ্ম সাধারণ সম্পাদক রাম কৃষ্ণ পাল, সহ-অর্থ সম্পাদক খোকন পাল,
ধনঞ্জয় নাথ, সদস্য বিষ্ণু দেব নাথ, খোকন কুন্ডু। নিউ সমনবাগ পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ কালোয়ার, সাধারণ সম্পাদক রাঙ্গাচরণ সাওতাল, যুগ্ম সাধারণ সম্পাদক অজিত রবিদাসসহ অন্যান্য মণ্ডপের উদযাপন কমিটি ও দর্শনার্থীদের সাথে সচেতনতা বিষয়ে মতবিনিময় ও প্রচারণা করা হয়।