English

23 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪
- Advertisement -

বড়লেখায় নিসচার উদ্যোগে বাস-মিনিবাস পরিবহন শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

- Advertisements -

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি-নং ১২২৩ এর অন্তর্ভুক্ত বাস-মিনিবাস, কোচ ও কার, মাইক্রোবাস শ্রমিক নেতৃবৃন্দের সাথে সচেতনতা বিষয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ১২২৩ এর অন্তর্ভুক্ত বড়লেখা শাখার সভাপতি মো. আব্দুল আহাদের সভাপতিত্বে ও নিসচা বড়লেখা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন মাসব্যাপী কর্মসূচীর উদযাপন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহসভাপতি গোলাম কিবরিয়া।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পরিবহন শ্রমিক ইউনিয়ন সদস্য ইসলাম উদ্দিন, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, কার্যকরী সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল আহমদ, নিসচা বড়লেখা শাখার সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, উদযাপন কমিটির আহবায়ক আব্দুল আজিজ, সদস্য সচিব মো. জমির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান জিল্লুর ও জাকারিয়া আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন পরিবহন শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জালাল আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, অর্থ সম্পাদক মো. জয়নাল আহমদ, প্রচার সম্পাদক হাফিজুর রহমান, লাইন সম্পাদক মো. জাকির হোসেন, সদস্য জামিল আহমদ বলাই ও আব্দুল লতিফ প্রমুখ।

এসময় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা বলেন, নিসচার প্রতি একটা তৃতীয়পক্ষ পরিবহন শ্রমিকদের মাঝে ভূল ধারণা তৈরি করেছিল যা অত্যন্ত নিন্দনীয়। নিসচা সারাদেশে আমাদের জন্য কাজ করছে। আমাদের বিভিন্ন অসুবিধা লাঘবে চেষ্টা করে যাচ্ছেন তাছাড়া নিসচার চেয়ারম্যান মহানায়ক ইলিয়াস কাঞ্চন মহোদয় আমাদের জন্য বিভিন্ন মানবিক দৃষ্টান্ত স্থাপন করছেন। আমরা নিসচার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং নিসচার সাথে একতাবদ্ধ হয়ে কাজ করবো।

তারা আরও বলেন, বর্তমানে পুরাতন ড্রাইভারদের লাইসেন্সের নামে হয়রানি করা হচ্ছে। আমাদের লাইসেন্স থাকা সত্ত্বেও এসব করা হচ্ছে যা অত্যান্ত দুঃখজনক। এ হয়রানি বন্ধ করতে তারা অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামণা করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন