তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ ‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ প্রতিপাদ্যে ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে ৪র্থ দিনে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে যানজট নিরসনে ট্রাফিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) পৌর শহরে যানজট নিরসনে অংশগ্রহণ করেন মাসব্যাপী কর্মসূচীর উদযাপন কমিটির আহবায়ক ও নিসচা বড়লেখা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজ, সদস্য সচিব মো. জমির উদ্দিন, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সমাজকল্যাণ ক্রীড়া সম্পাদক ও উদযাপন কমিটির সদস্য নূরে আলম মোহন, শাহাব উদ্দিন, নিরঞ্জন দেবনাথ নিলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আজ ট্রাফিক ক্যাম্পেইনে নিসচা নেতৃবৃন্দদের যে বিষয়গুলো চোখে পড়েছে, যত্রতত্র গাড়ি পার্কিং, ইজিবাইকের দৌরাত্ম, ডিভাইডারের বাকে বিভিন্ন যানবাহনের চলাচলের কারণে দুর্ঘটনার ঘটছে, উল্টো পথে গাড়ি চালনা ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালনা। এসব নিরসনে বিভিন্ন মহলের নেতৃবৃন্দের সাথে সচেতনতা মূলক সভা-সেমিনারের উদ্যোগ গ্রহণ করবে নিসচা বড়লেখা উপজেলা শাখা।