তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস ও নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনতার নেতা ইলিয়াস কাঞ্চনের জন্মবার্ষিকী উপলক্ষে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন মাজীদ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ২ টায় উপজেলার উত্তর ডিমাই জালালিয়া হিফজুল কুরআন ক্যাডেট মাদ্রাসায় কুরআন মাজীদ বিতরণ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মস্তুফা মিয়া, নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, কার্যনিবার্হী সদস্য ছাদিকুর রহমান, শাহাব উদ্দিন, ছায়দুল আহমদ প্রমুখ।
এসময় ৭১ এর বীর মুক্তিযোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত-নিহত ও সড়ক দুর্ঘটনায় আহত-নিহত এবং নিসচা নেতৃবন্দদের পরিবার-পরিজনদের সুস্থতা ও নিহতদের মাগফেরাতসহ দেশ-জাতীর সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান।