English

18 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
- Advertisement -

বড়লেখায় নিসচা’র উদ্যোগে ইফতার উপহার সামগ্রী বিতরণ

- Advertisements -

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও নিম্ন আয়ের পরিবারের মাঝে প্রতিবারের মতো এবারো ইফতার উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

যুক্তরাজ্য প্রবাসী ও নিসচা বড়লেখা শাখার কার্যনির্বাহী সদস্য ফাহমিদা আক্তার ইমা’র অর্থায়নে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।

ইফতার উপহার সামগ্রীর মধ্যে ছিলো ৩ কেজি ছোলা, ৩ কেজি মশুর ডাল, ২ লিটার সোয়াবিন, ৩ কেজি পেয়াজ, ৫ কেজি আলু, ২ কেজি লবণ, ১ কেজি খেজুর, ১ কেজি মুড়ি ও ৫০০ গ্রাম জুস প্যাকেটসহ ২১ কেজি করে প্রথমধাপে ১৫ টি পরিবারকে উপহার সামগ্রী ও পরিবহন যাতায়াত ব্যয়ের জন্য নগদ ১শত টাকা করে প্রদান করা হয়।

মৌলভীবাজারের বড়লেখায় বুধবার (১৩ মার্চ) বেলা ২ টায় উপজেলা পরিষদ হলরুমে নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমানের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন পৃষ্টপোষক মাওলানা মাসুম আহমেদ। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নিসচা উপদেষ্টা মোহাম্মদ তাজ উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন দৈনিক যুগান্তর, জালালাবাদ প্রতিনিধি নিসচা উপদেষ্টা সিনিয়র সাংবাদিক আব্দুর রব, নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন সবুজ, বড়লেখা থানার এসআই মাসুদ পারভেজ, মাহমুদুর রহমান, সমাজসেবক ফয়সল আহমেদ ও নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন।

এছাড়াও উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আমান হাসান, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য জমির উদ্দিন, জাকারিয়া আহমেদ, শাহরিয়ার শাকিল, আব্দুল হামিদ, সাদিকুর রহমান, শাহাব উদ্দিন, ছায়দুল আহমদ ও শাহীন আহমদ প্রমুখ।

নিসচা নেতৃবৃন্দরা জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ প্রথমধাপে উপজেলার ১৫ টি পরিবারকে ২১ কেজি করে ইফতার ও সেহরির উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। ধারাবাহিকভাবে ৫০ টি পরিবারের মাঝে এ মানবিক সহায়তা প্রদান করা হবে তাছাড়া পরিবহন শ্রমিক, যাত্রী ও জনসাধারণের মাঝে ইফতার বিতরণ এবং রমজান মাসব্যাপী জনস্বার্থে সড়ক শৃঙ্খলা এবং সচেতনতামূলক প্রচারাভিযান চলমান থাকবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন