তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত ৭ টায় পৌর শহরের স্থানীয় কার্যালয়ে নিসচা বড়লেখা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য মো. জমির উদ্দিন, ওলিউর রহমান পারভেজ, শাহরিয়ার শাকিল, ছাদিকুর রহমান, আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ, সাহাব উদ্দিন, মাহিনুর ইসলাম মাহিন, অসীম কর, ছায়দুল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় আগামী ৪ এপ্রিল ঢাকায় নিসচা’র ১০ম জাতীয় মহাসমাবেশে যোগদানের লক্ষ্যে বিভিন্ন বিষয়াদি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।