তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ বড়লেখায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার এর সাথে মতবিনিময় করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার (২৮ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে নিসচা নেতৃবৃন্দরা সড়ক দুর্ঘটনারোধে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন সমস্যার কথা ইউএনওর কাছে তুলে ধরেন। বিভিন্ন সমস্যার কথা শুনে নবাগত ইউএনও তাহমিনা আক্তার তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পাশাপাশি তিনি নিসচা বড়লেখা শাখার সহযোগিতা কামনা করেন। মত-বিনিময়কালে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ, আফজাল হোসেন রুমেল, শাহাব উদ্দিন প্রমুখ।